স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপে আজ (বৃহস্পতিবার) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের আবুধাবিতে তাদের প্রতিপক্ষ হংকং। যে মাঠ সম্পর্কে বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকেই ধারণা আছে। সেটি জানিয়ে টুর্নামেন্টটিতে টাইগাররা সুপার ফোরে যাওয়ার লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।
হংকং ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘মাঠ নিয়ে কোনো সমস্যা মনে হয় না। বেশিরভাগ প্লেয়ারই এখানে কখনও না কখনও খেলেছে। খুব বেশি খেলা হয়নি, তবে আইডিয়া হয়েছে। অবশ্যই (আবহাওয়া) গরম সবার জন্যই সমান হবে। যতটা কমিয়ে প্র্যাকটিস করা যায়, কারণ সেইম এনার্জিটা লাগবে ম্যাচে।’
পরে দলের মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে অধিনায়ক জানান, ‘রিসেন্ট পাস্টে টপ অর্ডার খুব ভালো করেছে। মিডল অর্ডারের কাছে অত বেশি দায়িত্ব আসেনি। আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে আসেন। এবারও সেরকম আশা করছেন লিটন, ‘অবশ্যই বাংলাদেশ যেখানে খেলে সেখানেই সমর্থক আসে। এটা একটা প্লাস পয়েন্ট যেখানে আমরা সব জায়গায় সাপোর্টার পাই। আমি চাই তারা আসুক আর উপভোগ করুক।’
ডেথ ওভারসহ ম্যাচে নিজেদের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী লিটন, ‘২-৩ জন ভালো কোয়ালিটির বোলার আছে। মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান), তাসকিন (আহমেদ) ভালো করছে। শরিফুল-সাকিবও (শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব) ভালো করছে। যতক্ষণ না পর্যন্ত ওই পরিস্থিতিতে আবার পড়ছি ততক্ষণ বলা যাচ্ছে না (কে কেমন করে)। তবে এখনও পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী বোলাররা ভালো জায়গায় আছে।’
টুর্নামেন্টে গ্রুপপর্ব শেষে পরবর্তী রাউন্ডে যেতে চায় বাংলাদেশ। যদিও দেশ ছাড়ার আগে জাকের আলি অনিক চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যের কথা জানিয়েছিলেন। হংকং ম্যাচের আগে সংযমী কথাই শোনা গেলে লিটনের কণ্ঠে, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি। গ্রুপের অবস্থা এখন ট্রিকি। আমাদের সব ম্যাচই জিততে হবে, যদি পরের রাউন্ডে যেতে চাই। আমাদের লক্ষ্য এটাই যে পরের রাউন্ডে যেতে হবে। সব ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0