রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিদ্যুতের সংযোগ কাটায় লাইনম্যানকে গুলি

গ্রাহক তাজমলের ছেলে আব্দুর রহিম ঘর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে এনে, কর্মীদের লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় চার মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায়, সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক গ্রাহকের ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুর রহিম নামে ওই যুবক, বিদ্যুৎ কর্মীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন এবং একজনকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে, ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ওই গ্রামের তাজমল হোসেনের বাড়িতে চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বিল পরিশোধের জন্য বারবার জানানো সত্ত্বেও, তিনি তা পরিশোধ করেননি।

সোমবার দুপুরে, পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহাগ মিয়া ও রাহুল বকেয়া বিল আদায়ের জন্য গেলে, গ্রাহক বিল দেবেন না বলে জানান। তখন নিয়মানুযায়ী, তাঁরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এতেই ক্ষুব্ধ হয়ে, গ্রাহক তাজমলের ছেলে আব্দুর রহিম ঘর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে এনে, কর্মীদের লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। সৌভাগ্যবশত, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর, তিনি লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, “লাইনম্যানদের মেরে ফেলার উদ্দেশ্যেই গুলি করা হয়। আমরা এই ঘটনায় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, “এই ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।”

আহত বিদ্যুৎ কর্মী সোহাগ মিয়া বর্তমানে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0