স্পোর্টস ডেস্ক
ঢাকা: যেন জাতীয় দলের হংকং ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটল জর্ডানে। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে, জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের এক ভুলে জয় হাতছাড়া করল বাংলাদেশ। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও, স্বাগতিক জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে বাংলাদেশের কিশোরীরা। এই ড্রয়ের ফলে, তিন পয়েন্টের বদলে মাত্র এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের ৮৯ মিনিটে, যখন বাংলাদেশ জয়ের প্রহর গুনছিল, ঠিক তখনই ঘটে অঘটন। বাংলাদেশের রক্ষণভাগের এক খেলোয়াড় জর্ডানের একটি সাধারণ আক্রমণ ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগেই জর্ডানের এক ফরোয়ার্ড বল জালে জড়িয়ে দিলে, বাংলাদেশের নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায়।
এর আগে, ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সুরভী আকন্দ প্রীতি। বক্সের বাইরে পাওয়া এক ফ্রি-কিক থেকে, মামনি চাকমার শটে গোল করে দলকে লিড এনে দেন তিনি। এরপর ম্যাচের দীর্ঘ সময় বাংলাদেশ বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও, ফিনিশিংয়ের দুর্বলতার কারণে আর কোনো গোল করতে পারেনি।
এই ড্রয়ের ফলে, টুর্নামেন্টের মূল পর্বে ওঠার পথ বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেল। তিন দলের এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধুমাত্র মূল পর্বে খেলার সুযোগ পাবে। এখন বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে ১৫ অক্টোবর জর্ডান ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচের ফলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে, ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশকে কত গোলের ব্যবধানে জিততে হবে।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0