স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশে ঘরোয়া ফুটবল মৌসুম এখনো শুরু হয়নি। এর আগেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামছে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী আগামীকাল জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আজ সকালে চাটার্ড ফ্লাইটে এসেছে ঢাকায় এসেছে কিরগিজ ক্লাব।
ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন মুরাস ইউনাইটেডের প্রধান কোচ পুকভ সার্ভেই ও অধিনায়ক জাপারভ আমির। অধিনায়ক বলেন, 'আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। কাল আমরা আমাদের সেরাটা দেব। আশা করি জিতব।'
মুরাস ইউনাইটেড কিরগিজস্তানের চ্যাম্পিয়ন দল। ক্লাবটির বয়স মাত্র দুই বছর। এএফসি আসরেও নতুন। তাই বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীকে সমীহ মুরাস কোচের, 'আমরা জানি এএফসি টুর্নামেন্টে আবাহনী খুব অভিজ্ঞ দল। ঘরোয়া লিগে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের খেলোয়াড়েরাও যথেষ্ট অভিজ্ঞ। কাল তারা সেরাটা দিয়ে খেলবে।'
আবাহনীর অভিজ্ঞতার বিপরীতে কিরগিজ ক্লাব একেবারেই নবীন। আগামীকাল এএফসি আসরে অভিষেক হচ্ছে। এরপরও দলটির নজর সামনের দিকে, 'আমি এক বছর ধরে দলটির কোচ। আমরা কিরগিজস্তানে ঘরোয়া কাপ জিতেছি। যে কারণে আমরা এখানে আছি। এশিয়ান ফুটবলে নিজেদের তুলে ধরার ভালো সুযোগ এটি।'
আবাহনী এশিয়ান পর্যায়ে অভিজ্ঞ দল হলেও কিরগিজ ক্লাবগুলোর বিপক্ষে তেমন সাফল্য নেই। গত এক দশকে এএফসি টুর্নামেন্টে কিরগিজ ক্লাবের বিরুদ্ধে জয়ের স্মৃতি নেই। এ নিয়ে মুরাস কোচের মন্তব্য, 'অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব জেতার জন্য। যে দুটো দলের কথা বললেন তারা খুব অভিজ্ঞ ক্লাব আমাদের দেশের। আমরা নতুন দল, তবে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব আমরা।'
আবাহনীর অতীত ইতিহাস সমৃদ্ধ হলেও বর্তমান সময় বেশ সংকট। আবাহনীর বর্তমান সময় নিয়ে মুরাস কোচের তেমন খুব বেশি ধারণা নেই, 'এখন পর্যন্ত আমরা আবাহনীর একটি ম্যাচই পেয়েছি ২৭ মে যেটা খেলেছিল। সেই ম্যাচ দেখে আমরা অ্যানালাইস করার চেষ্টা করছি। আমাদের দলটা অর্ধেক স্থানীয় ও অর্ধেক বিদেশী খেলোয়াড়ে পরিপূর্ণ। দলের পরিবেশ খুবই বন্দুত্বপূর্ণ। আশা করি সেটা আমাদের জিততে সহায়তা করবে।'
আগামীকাল ম্যাচের সময় বিকেল পাঁচটা। কিরগিজস্তান মূলত শীতপ্রধান দেশ। বাংলাদেশে এখন বেশ গরম আবহাওয়া চলছে। ম্যাচের সময় ও আবহাওয়া নিয়ে কিরগিজ কোচ বলেন, 'কিরগিজস্তান ও বাংলাদেশের টাইম জোন এক। ম্যাচ যেহেতু ৫ টায় তাই আমরা অনুশীলন ৫ টায় করেছি কিরগিজস্তানে। এটা আমাদের জন্য সহজ হবে কিন্তু এখানকার কন্ডিশন আলাদা। আদ্রতা ও গরম বেশি। সেটা আমাদের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে এবং আমাদের জন্য কঠিন হবে।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0