বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আমির-অক্ষয়দের পথেই কৃতি, কিনলেন কোটি টাকার ভেলফায়ার

জাপানি ব্র্যান্ড টয়োটার এই এমপিভি (মাল্টিপারপাস ভেহিকল) গাড়িটি বলিউডের প্রথম সারির তারকাদের নতুন পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। কৃতি স্যাননের এই নতুন সংযোজন সেই ট্রেন্ডকেই আরও একবার প্রমাণ করলো।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের তারকাদের গ্যারেজে যুক্ত হলো আরও একটি বিলাসবহুল টয়োটা ভেলফায়ার। এবার এই গাড়িটি কিনলেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। এর মাধ্যমে তিনি আমির খান, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, অজয় দেবগন এবং অনিল কাপুরের মতো প্রথম সারির তারকাদের ক্লাবে যোগ দিলেন, যাঁরা সকলেই এই গাড়িটির গর্বিত মালিক। যদিও কৃতি নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে মুম্বাইয়ের পাপারাজ্জিদের ক্যামেরায় ইতোমধ্যেই তাঁকে নতুন এই গাড়িতে দেখা গেছে।

তারকাদের নতুন স্ট্যাটাস সিম্বল: একটা সময় পর্যন্ত হয়তো নির্দিষ্ট কিছু ইউরোপীয় ব্র্যান্ডের গাড়িই ছিল তারকাদের স্ট্যাটাস সিম্বল। কিন্তু সাম্প্রতিক সময়ে আরাম, নিরাপত্তা এবং প্রিমিয়াম ফিচারের কারণে জাপানি ব্র্যান্ড টয়োটার এই এমপিভি (মাল্টিপারপাস ভেহিকল) গাড়িটি বলিউডের প্রথম সারির তারকাদের নতুন পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। কৃতি স্যাননের এই নতুন সংযোজন সেই ট্রেন্ডকেই আরও একবার প্রমাণ করলো।

কী আছে এই বিলাসবহুল গাড়িতে? ২০২৩ সালে আপডেটেড এই টয়োটা ভেলফায়ারের ভারতের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে প্রায় ১.২২ কোটি রুপি থেকে। এতে রয়েছে ২.৫ লিটারের শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি পরিবেশবান্ধবও।

বাহ্যিক ডিজাইন: এর বাহ্যিক অংশে রয়েছে ডার্ক ক্রোম ফ্রন্ট গ্রিল, ত্রিমাত্রিক এলইডি হেডল্যাম্প এবং ১৯ ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইলস, যা এটিকে এক প্রিমিয়াম লুক দেয়।

ভেতরের জৌলুস: গাড়িটির অভ্যন্তরে রয়েছে অসাধারণ সব সুযোগ-সুবিধা। এর মধ্যে আছে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১৪ ইঞ্চি রিয়ার এন্টারটেইনমেন্ট ডিসপ্লে এবং ১৫ স্পিকারের জেবিএল অডিও সিস্টেম।

আরামের শেষ কথা: আরামের দিক থেকে এটি অনন্য। এর দ্বিতীয় সারির আসনে রয়েছে সিট ম্যাসাজ ফাংশন। এ ছাড়াও আছে ওয়ান টাচ পাওয়ার স্লাইড ডোর, ইনডিভিজুয়ালি অপারেবল ডুয়াল সানরুফ এবং ১৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং।

নিরাপত্তা: যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য এতে রয়েছে আধুনিক এডিএএস (Advanced Driver Assistance System) প্রযুক্তি।

‘হিরোপান্তি’, ‘ক্রু’-এর মতো সিনেমার সাফল্যের পর কৃতি স্যাননের এই নতুন গাড়ি ক্রয় তাঁর সফল ক্যারিয়ারেরই এক দৃষ্টান্ত স্থাপন করলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0