বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো সবসময়ই বেশি টেস্ট খেলে। এক্ষেত্রে পিছিয়ে থাকে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো পিছিয়ে থাকা দলগুলো।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: টি-টোয়েন্টির রমরমার মাঝে ওয়ানডে ক্রিকেটের আবেদন কমে গেছে বলে মনে করেন অনেকেই। তাদের একজন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাইনরিখ ক্লাসেন। কিছুদিন আগেই মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার মনে করেন, দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল হওয়া উচিত। এর পরিবর্তে বাড়ানো উচিত টেস্ট ম্যাচের সংখ্যা।

সাবেক ক্রিকেটারদের অনেকেই মনে করেন, এই যুগে এসে টেস্ট ক্রিকেট আবেদন হারিয়েছে। ক্লাসেন অবশ্য সেই দলে নন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয়, ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেয়া। তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য এটা ভালো হবে।’

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো সবসময়ই বেশি টেস্ট খেলে। এক্ষেত্রে পিছিয়ে থাকে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো পিছিয়ে থাকা দলগুলো। এই বৈষম্যের অবসান ঘটানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বাড়ানোর দাবি জানালেন ক্লাসেন, ‘টি-টোয়েন্টি ম্যাচ আরও বেশি হওয়া উচিত, কারণ মানুষ এটিই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপটা রাখাই যেতে পারে, আর বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0