জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউপিডিএফ-সমর্থিত তিনটি সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। মানিকছড়ির তবলাপাড়ায় সংঘটিত এক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। অবরোধের কারণে জেলার সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
সকাল থেকেই জেলার অন্তত ১০-১২টি স্থানে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকায় এবং পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়।
পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি— এই তিনটি সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আহ্বান করে। তাদের দাবি, গত ৭ সেপ্টেম্বর মানিকছড়ির তবলাপাড়ায় স্থানীয়দের দ্বারা আটক কয়েকজন ব্যক্তিকে ছাড়িয়ে আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। সেই ঘটনার প্রতিবাদেই এই অবরোধ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “শহরের প্রবেশ পথের দুটি স্থানে অবরোধকারীরা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে পুলিশের তৎপরতায় তা সফল হয়নি।”
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে শহরে প্রবেশ করেছে এবং নিরাপত্তা জোরদার করতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0