বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান

ভারতীয় মালিকানাধীন নর্দান সুপারচার্জার্সেই এবার জায়গা পেলেন দুই পাকিস্তানি ক্রিকেটার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দ্য হানড্রেডের ৮টি দলের ছয়টিরই মালিকানায় আছে ভারতীয়রা। ফলে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। ড্রাফট শেষে সেই শঙ্কার মেঘ আরো ঘন হয়! কারণ ড্রাফটে নাম দেওয়ার পরও পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই অনেকে ধরেই নিয়েছিলেন যে, এই লিগে আর কোনো পাকিস্তানিকে দেখা যাবে না। তবে শেষ পর্যন্ত সেই ধারণা বদলে যাচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় আছে সান গ্রুপ। তারা গত বছর দল কিনেছেন দ্য হানড্রেডেও। দুটি দলেই প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন কাব্য মারান। ভারতীয় মালিকানাধীন নর্দান সুপারচার্জার্সেই এবার জায়গা পেলেন দুই পাকিস্তানি ক্রিকেটার।

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে কাব্য মারানের নর্দান। আমির খেলবেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশুইসের পরিবর্তে। আর ইমাদকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের জায়গায়।

ড্রাফটের পর দল পাওয়া এই দুই পাকিস্তানিকে কত টাকায় দলে নেওয়া হয়েছে তা প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ডোয়ারশুইসকে প্রায় ১ কোটি টাকায় ও স্যান্টনারকে প্রায় ২কোটি টাকয় কিনেছিল নর্দার্ন সুপারচার্জার্স।

গতকাল পর্দা উঠেছে দ্য হানড্রেডের এবারের আসরের। তবে নর্দান আসর শুরু করবে আগামী বৃহস্পতিবার ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0