এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মতো ব্যক্তিত্বরা আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙুলী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে এই ভাষাগত অজ্ঞতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়, যা বাংলা ভাষায় লেখা ছিল। এই নথি অনুবাদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একজন অনুবাদক চেয়ে যে চিঠিটি পাঠানো হয়, সেখানেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে, চিঠিতে পুলিশ যে ভাষা ব্যবহার করেছে তা কেন্দ্রীয় সরকারের চিন্তারই প্রতিফলন, তারা বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে খাটো করতে চায় এবং রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখাতে চায়।
এর পাল্টায় বিজেপি বলছে, বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার রূপ আলাদা, যে কারণে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে দিল্লি পুলিশ ঠিক কাজটাই করেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৌশিক গাঙ্গুলী বলেন, “বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয়, আট বছর ধরে আমি বাংলা ভাষায় শিক্ষকতা করেছি। ‘বাংলাদেশি ভাষা’র টেক্সট বলে কোনও কিছুর অস্তিত্ব আছে বলে জানতাম না।”
তিনি আরও যোগ করেন, “দিল্লিতে অজস্র বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার বহু শ্রদ্ধেয় অধ্যাপক রয়েছেন। প্রশাসন কি তাঁদের সাহায্য নিতে পারে না? উইলিয়াম কেরি বাংলা ভাষা প্রাণ দিয়ে শিখেছিলেন বাংলার আত্মা বুঝতে। আজকের প্রশাসন বাংলা বিষয়ে অসচ্ছ হলে সাহায্য নিন। নইলে প্রশাসনিক চিঠিতে এই অজ্ঞতা বারবার সামনে আসবে।”
সবশেষে তিনি মন্তব্য করেন, “বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0