স্পোর্টস ডেস্ক
ঢাকা: লিভারপুল অধ্যায় শেষে জার্মান ক্লাব ফুটবলে যাত্রা শুরু করেছেন লুইস দিয়াস। শুরুতেই পেয়েছেন দারুণ সাফল্য।
অভিষেকেই বায়ার্ন মিউনিখকে শিরোপা জেতালেন এই কলম্বিয়ান উইঙ্গার। শিরোপা জয়ের আরেক নায়ক হ্যারি কেইন।
শনিবার অনুষ্ঠিত ফ্রাঙ্ক বেকেনবাওয়ার সুপারকাপে (পূর্বে জার্মান সুপারকাপ) স্টুটগার্টকে ২–১ গোলে হারিয়েছে বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। মাইকেল ওলিজের পাস ধরে পড়ে যেতে যেতে দারুণ এক শটে গোল করেন হ্যারি কেইন। বায়ার্নের হয়ে এটি ছিল তার ৯৭ ম্যাচে ৮৬তম গোল।
৬০ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে স্টুটগার্ট সমতায় ফেরার চেষ্টা করলেও ৭৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন দিয়াস।
লিভারপুল থেকে আসা উইঙ্গার হেডে গোল করার পর সাবেক সতীর্থ দিয়োগো জোতার ভিডিওগেম স্টাইলের সেলিব্রেশনে তাকে স্মরণ করেন। গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা।
ইনজুরি টাইমে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও জয় নিশ্চিত হয় বায়ার্নের।
গত মৌসুমে বুন্ডেসলিগা জয়ের পর এটি হ্যারি কেনের ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি।
আগামী শুক্রবার বুন্ডেসলিগা মৌসুম শুরু করবে বায়ার্ন, প্রতিপক্ষ আরবি লাইপজিগ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0