মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রযোজকের কুপ্রস্তাবে যে কড়া জবাব দিয়েছিলেন কালকি কোয়েচলিন

কাজের সুযোগের কথা জানতে চাইলে সেই প্রযোজকের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডে ‘কাস্টিং কাউচ’ বা কাজের বিনিময়ে ‘সমঝোতা’ করার প্রস্তাব নতুন কিছু নয়। বহু অভিনেত্রীই বিভিন্ন সময় এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘মার্গারিটা উইথ আ স্ট্র’-খ্যাত অভিনেত্রী কালকি কোয়েচলিন। সম্প্রতি তিনি জানিয়েছেন, শুধু বলিউডেই নয়, বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবেও তাঁকে এক ভারতীয় প্রযোজকের কাছ থেকে সরাসরি আপত্তিকর প্রস্তাব পেতে হয়েছিল।

জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কালকি জানান, ঘটনাটি ঘটে যখন তিনি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাননি, ছিলেন একজন শিক্ষার্থী। তিনি বলেন, “আমি তখনো অভিনেত্রী নই... মুঠোফোনের প্রচার উৎসবে কাজ করছিলাম। এক ভারতীয় প্রযোজক... তাঁর ছবির প্রদর্শনীতে আমন্ত্রণ জানান। পরে ডিনারে যেতে বলেন।”

কাজের সুযোগের কথা জানতে চাইলে সেই প্রযোজকের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। কালকির ভাষায়, “তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমাকে তাঁর শয্যাসঙ্গী হতে হবে, তবেই কাজের সুযোগ মিলবে।”

শুধু কানেই নয়, বলিউডে প্রবেশের পরও তাঁকে একই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কালকি বলেন, “এখানে একটা ছবির অডিশনে গিয়েছিলাম। প্রযোজক বললেন, ‘তুমি এই ছবি করতে চাও? দারুণ। কিন্তু এটা বড় একটা সিনেমা, তাই আগে তোমাকে ভালো করে চিনতে হবে।’ মানে, আবারও সেই ডিনারের কথা, ঘুরিয়ে–ফিরিয়ে একই প্রস্তাব।”

তবে প্রতিবারই তিনি এমন প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয় ঘটনায় তিনি প্রযোজককে সাফ জানিয়ে দিয়েছিলেন, “আপনার সময়ও নষ্ট করব না, আমারটাও নয়।”

কালকি বলেন, অনেক সময় ইন্ডাস্ট্রিতে এই ধরনের আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়, কিন্তু এর প্রভাব থাকে অত্যন্ত গভীর এবং মনোজগতে। তাঁর এই সাহসী স্বীকারোক্তি আরও একবার বিনোদন জগতের অন্ধকার দিকটিকেই সামনে নিয়ে এলো।

উল্লেখ্য, কালকিকে সর্বশেষ তামিল থ্রিলার ‘নেসিপ্পায়া’-তে দেখা গেছে এবং সামনে তাঁকে ইংরেজি ভাষার ছবি ‘এমা অ্যান্ড অ্যাঞ্জেল’-এ দেখা যাবে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0