জেলা প্রতিনিধি
রংপুর: রংপুরে একটি সংবাদ প্রকাশের কারণে নগর ভবনে তুলে নিয়ে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাচারিবাজার থেকে তাকে জোরপূর্বক সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কক্ষে নিয়ে যাওয়া হয়।
লিয়াকত আলী বাদল অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয় এবং প্রকাশিত সংবাদ সম্পর্কে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াতে চাপ দেওয়া হয়। তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর তিনি ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যে পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। পরে জুলাই যোদ্ধা পরিচয়দানকারী এনায়েত রকির নেতৃত্বে ১৫–২০ জন তাকে তুলে নিয়ে সিটি করপোরেশনে নিয়ে যান। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মারধর করা হয়।
এনায়েত রকি নিজেকে ‘রাজবন্দি সৈনিক’ দাবি করে সাংবাদিকের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “তাকে কোনো অসম্মান করা হয়নি। আপসে নিয়ে আসা হয়েছে।”
ঘটনা জানাজানি হলে রংপুরে কর্মরত সাংবাদিকরা নগর ভবনে ছুটে যান এবং প্রধান নির্বাহীর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, “পাঁচ আগস্টের পর সাংবাদিকদের ওপর এমন আচরণ ফ্যাসিস্ট হাসিনার যুগের কথা মনে করিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহীকে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমা বলেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। নিউজের জন্য মাফ চাইতে সাংবাদিকদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না।”
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, একজনকে শনাক্ত করা গেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অন্যদের চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0