জেলা প্রতিনিধি,
জামালপুর: জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান। সেখানেই তিনি সংবাদ পাঠানোর জন্য সব সময় কাটাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে ফেলে। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। সাংবাদিকতার কাজে তেমন মনোযোগ ছিল না। তিনি শেষ সময়ে এসে খুব কম কথা বলতেন। অসুস্থ ছিল, একটি অপারেশন হয়েছিল। সামনে আরেকটি অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে সে এই কাজ করলেন আমি নিজেও জানি না।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারে।
এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এনআর
Comments 0