Logo

ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর গ্রেপ্তার

ঝালকাঠির সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) মধ্যরাতে উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠির সদর থানার দায়েরকৃত তিন মামলার এজাহারনামীয় আসামি। ঝালকাঠি সদর থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0