স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রতিপক্ষ ইউরোপসেরা দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি হলেও চেলসি ডিফেন্ডার রিস জেমস যেন তাদের নিয়ে একদমই চিন্তিত নন।
জেমস স্পষ্ট বার্তা দিলেন, ‘আমি পাত্তা দিচ্ছি না। আমরা জিততে যাচ্ছি।
অন্যদিকে আরেক ডিফেন্ডার লেভি কোলউইল জানিয়ে দিলেন, তারা রিয়াল মাদ্রিদের মতো সহজে হার মানবে না।
২০২৪-২৫ মৌসুমে ইউরোপের সবচেয়ে দাপুটে দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এরপর ক্লাব বিশ্বকাপে অ্যাতলেতিকো মাদ্রিদ, ইন্টার মায়ামি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা জয় তুলে ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেমস বললেন, ‘সবাই পিএসজির প্রশংসা করছে বলে আমি কেয়ার করি না। আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং শিরোপা জিততেই মাঠে নামব।’
তিনি আরো যোগ করেন, ‘আমরাও দুর্দান্ত দল। অনেকে অবাক হবে আমাদের পারফরম্যান্স দেখে।
আমাদের অ্যানালিস্টরা নিশ্চিতভাবেই পিএসজির দুর্বল দিক খুঁজে বের করছেন, আমরা সেগুলোর দিকেই নজর দেব।’
অন্যদিকে জেমসের চেয়েও আত্মবিশ্বাসী কোলউইল বললেন, ‘পিএসজি ভেবে রেখেছে, আমরা রিয়াল মাদ্রিদের মতো খেলব? ভুল ভাবছে! ওরা আমাদের থেকে ভিন্ন এক ম্যাচ পাবে। আমরা আক্রমণাত্মক প্রেসিং করি, আর আমাদের মানসিকতাও অন্যরকম।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলেছি—আমরা জয়ী মানসিকতা নিয়ে এসেছি। আর আজ ফাইনালে পৌঁছে প্রমাণ করছি যে আমরা মিথ্যে বলিনি।
অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিক চেলসিকে হালকা করে দেখছেন না। তাঁর ভাষায়, ‘চেলসি অনেকটা আমাদের মতো। শারীরিকভাবে তারা খুবই শক্তিশালী। কঠিন লড়াই হবে নিশ্চিত।’
আগামীকাল রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসবে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ফাইনাল মঞ্চ। ইউরোপা কনফারেন্স লিগের পর আরেকটি শিরোপা জয়ে চোখ চেলসির। অপরদিকে, মৌসুমে শতভাগ সাফল্যের ক্লাবে পরিণত হতে চায় পিএসজি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0