শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াতে ইসলামী পাকিস্তান

কিন্তু বেশ কিছুক্ষন পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১০ সেপ্টেম্বর) একটি পোস্ট করে। কিন্তু বেশ কিছুক্ষন পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি।

ডিলিট করা পোস্টে বলা হয়, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এটি প্রথমবার ঘটল।”

জামায়াতে ইসলামী পাকিস্তান মুছে ফেলা সেই পোস্টে শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে, যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0