স্পোর্টস ডেস্ক
ঢাকা: দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পর সব ধরনের পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সাফল্যের সাক্ষী হয়ে এবার তিনি তুলে রাখলেন বুটজোড়া।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন বার্সেলোনার সাবেক এই তারকা। বার্তায় ফুটবলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাকিতিচ লেখেন,'ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও অনেক বেশি দিয়েছ। তুমি আমাকে জয়, পরাজয়, শিক্ষা এবং অসংখ্য জীবনের বন্ধু উপহার দিয়েছ। এমন একটি পথ তুমি আমাকে দিয়েছ, যার প্রতিটি পদক্ষেপেই রয়েছে গল্প। তুমি আমাকে দিয়েছ একটি সুন্দর পরিবার ও স্মরণীয় সব মুহূর্ত, যা আমি সারাজীবন হৃদয়ে লালন করব।'
তিনি আরও জানান, এখন সময় এসেছে ভিন্নভাবে ফুটবলকে ভালোবাসার। অফিসে বসে কিংবা বাড়ি থেকে, তবে একই ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে।
সুইজারল্যান্ডে এক ক্রোয়াট পরিবারে জন্ম নেওয়া রাকিতিচ মাত্র চার বছর বয়সে ফুটবলে যাত্রা শুরু করেন। এফসি বাসেলের যুব দলে উঠে এসে পরে খেলেছেন ক্লাবটির সিনিয়র দলে। এরপর ২০০৭ সালে পাড়ি জমান জার্মান ক্লাব শালকেতে।
তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় কেটেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া ও বার্সেলোনায়। বার্সেলোনার জার্সিতে তিনি ছয় মৌসুমে জিতেছেন চারটি লা লিগা, চারটি কোপা দেল রে এবং একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি।
জাতীয় দলের হয়ে রাকিতিচ খেলেছেন ১০৬টি ম্যাচ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তিনি ছিলেন ফাইনাল খেলানো ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও শিরোপার লড়াইয়ে তারা পরাজিত হয় ফ্রান্সের কাছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0