স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরে আবারও ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সলমান আলি আঘার দলকে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই হারিয়ে দেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
টানা সপ্তমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয় মানতে হলো পাকিস্তানকে।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭১ রান। নতুন ওপেনিং জুটি সাহিবজাদা ফারহান ও ফখর জামান দুর্দান্ত সূচনা এনে দেন। বুমরাহর মতো বিশ্বসেরা বোলারের বিরুদ্ধেও জামান ঝড় তোলেন, যদিও বিতর্কিত এক তৃতীয় আম্পায়ার কলের শিকার হয়ে ফেরেন। অন্যদিকে ফারহান হাফ–সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলার পরও শেষদিকে ছন্দ হারিয়ে ২০০ স্পর্শ করতে ব্যর্থ হয় পাকিস্তান।
ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবম্যান গিল জবাবে বিধ্বংসী সূচনা করেন। মাত্র ৫৯ বলে গড়েন ১০৫ রানের জুটি। পরে কয়েকটি উইকেট হারালেও জয় নিয়ে কোনো সংশয় ছিল না। ভারত ১৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে।
ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানের ব্যর্থতায় গভীর কষ্ট প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি মনের কথা বলছি, পাকিস্তানকে এখন দেখা কঠিন। জেতা–হারাটা খেলাধুলার অংশ, কিন্তু গত চার–পাঁচ বছর ধরে ভারত প্রতিটি বিভাগে আমাদের ছাপিয়ে যাচ্ছে। আমরা মাঝে এক–দুইটা ম্যাচ জিতেছি, কিন্তু ভারতের ধারাবাহিকতা ও মান আলাদা। এক–দুটি ক্যাচ মিস হতেই পারে, তবে ১০ ওভারে ৯১ থেকে শেষমেশ ২০০-তে না পৌঁছানো লজ্জার। ’
টানা হারের এই ধারা পাকিস্তানি সমর্থকদের ভীষণ হতাশ করেছে। সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরাও মানছেন, ভারতের প্রতিভা ও গভীরতার সঙ্গে লড়াই করতে বর্তমানে সক্ষম নয় পাকিস্তান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0