মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ট্রান্সফার রেকর্ড ভেঙে লিভারপুলে যাচ্ছেন ইসাক

ইসাককে কেনার ব্যাপারে লিভারপুল ছিল নাছোড়বান্দা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বায়ার লেভারকুসেন থেকে গত জুনে ফ্লোরিয়ান উইর্টজকে আনতে ১২৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল লিভারপুল। এর মাধ্যমে লিভারপুলের তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেই সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন এই জার্মান ফুটবলার। তবে তার এই রেকর্ড আড়াই মাসও টিকছে না। উইর্টজের রেকর্ড ভাঙতে চলেছেন নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ ফুটবলার আলেক্সান্ডার ইসাক।

ইসাককে কেনার ব্যাপারে লিভারপুল ছিল নাছোড়বান্দা। গত আগস্টে ১২৭ মিলিয়ন ইউরো অফার করেও প্রত্যাখ্যাত হয় তারা। নিউক্যাসল ১৭৩ মিলিয়ন ইউরো চেয়েছিল। দলবদল সম্পন্ন করার আগ্রহ থেকে একদিকে নিউক্যাসল চাহিদা কমিয়েছে, বাড়িয়েছে লিভারপুল। এছাড়া ২৫ বছর বয়সী এ ফুটবলার নিজেও নিউক্যাসলকে চাহিদা কমাতে বাধ্য করেছেন।

দল ছাড়ার সিদ্ধান্তে অনড় ইসাক গত কয়েকদিন ধরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই তাকে লিভারপুলের কাছে বিক্রি করেছে নিউক্যাসল। ইসাকের দলবদলের ব্যাপারে অলরেডদের খরচ করতে হয়েছে প্রায় ১৪৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার কোটি টাকারও বেশি।

১৬ জুন চালু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের দরজা বন্ধ হচ্ছে আজ। শেষদিনই লিভারপুল ইসাকের সঙ্গে সম্মতিতে পৌঁছেছে। লিভারপুল ও নিউক্যাসল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিবিসি, স্কাই স্পোর্টস ও ইএসপিএন ফুটবলের মতো সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, ইসাক ও লিভারপুলের মধ্যে ৬ বছর মেয়াদে চুক্তি হচ্ছে।

আজই ইসাক অ্যানফিল্ডে পাড়ি দেবেন, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হবে কাগজপত্রে সই করার আনুষ্ঠানিকতা। এরপর কয়েকদিনের মধ্যে দর্শকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেবে অলরেডরা। প্রিমিয়ার লিগের ক্লাব ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে দামি ফুটবলার ফিলিপে কৌতিনহো। ২০১৮ সালে ১৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় গিয়েছিলেন তিনি। ইসাকের দলবদল প্রিমিয়ার লিগের সেই রেকর্ডও ভাঙছে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবের মধ্যে ইসাক এর আগে রিয়াল সোসিয়েদাদ ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে ৪২ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি। গত মৌসুমে নিউক্যাসলের কারাবাও কাপ জেতার পেছনে বড় ভূমিকা ছিল তার। নিউক্যাসল ক্যারিয়ারে সব মিলিয়ে ১০৯ ম্যাচে ৬২ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন ইসাক।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0