এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০১২ সালে বিয়ে, দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার— বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত সাইফ আলি খান এবং কারিনা কাপুর। কিন্তু সেই সুখী দাম্পত্যেই নাকি এবার ভাঙনের সুর! সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন, সাইফ ও কারিনা বিচ্ছেদের পথে হাঁটছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে হাতেনাতে ধরেছেন এবং সাইফের ওপর যে হামলা হয়েছিল, তার পেছনেও নাকি কারিনার হাত থাকতে পারে!
মুবাসের লুকম্যান দাবি করেন, এক ভারতীয় সূত্রের মাধ্যমে তিনি এই খবর পেয়েছেন। তাঁর মতে, সাইফ ও কারিনার দাম্পত্যে ক্রমেই জটিলতা বাড়ছে।
তিনি দাবি করেন, কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন, যা থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরে।
মুবাসের আরও বলেন, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন, কিন্তু কারিনা ভারত ছেড়ে যেতে রাজি নন, যা নিয়ে তাঁদের মধ্যে তীব্র মনোমালিন্য চলছে।
তবে তাঁর সবচেয়ে বিস্ফোরক দাবি, চলতি বছরের শুরুতে সাইফ আলি খানের ওপর যে ছুরিকাঘাতের হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন।
যদিও মুবাসের লুকম্যান তাঁর এই দাবির সপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি, তবে তাঁর এই মন্তব্য ঘিরে বলিপাড়ায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বলিউডের একাংশ মনে করছে, কারিনার বিরুদ্ধে আনা হামলার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
অন্যদিকে, এই গুরুতর অভিযোগ নিয়ে সাইফ আলি খান বা কারিনা কাপুরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তাঁদের এই নীরবতা গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0