সোমবার, ২০ অক্টোবর ২০২৫

প্রেমিকের আইনি জটের কারণেই কি বিষণ্ণ ঐন্দ্রিলা?

“যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে বেআইনি বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই আইনি জটিলতার খবরের মাঝেই, তাঁর প্রেমিকা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের একটি ইনস্টাগ্রাম স্টোরি তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ঐন্দ্রিলা সেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, “যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।”

হঠাৎ করে ‘যন্ত্রণা’ এবং ‘বিষাদ’-এর মতো শব্দ ব্যবহার করায়, অনেকেই মনে করছেন, তিনি হয়তো ব্যক্তিগত কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই পোস্টটি এমন এক সময়ে এলো, যখন তাঁর দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ এক বড় আইনি ঝামেলায় জড়িয়েছেন।

ইডি সূত্রে খবর, বেআইনি বেটিং অ্যাপের প্রচার এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের তদন্তেই অঙ্কুশকে তলব করা হয়েছে। এর আগে এই একই মামলায় বলিউড এবং দক্ষিণ ভারতের একাধিক তারকাকেও জেরা করা হয়েছে।

একদিকে অঙ্কুশের আইনি বিপদ, অন্যদিকে ঐন্দ্রিলার বিষাদময় পোস্ট— এই দুইয়ে মিলেই তাঁদের ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এই তারকা জুটির সম্পর্কে কোনো জটিলতা তৈরি হয়েছে? যদিও এই বিষয়ে তাঁরা কেউই সরাসরি মুখ খোলেননি।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে অঙ্কুশ ও ঐন্দ্রিলা সম্পর্কে রয়েছেন। আগামী বছর সরস্বতী পূজায় তাঁদের একসঙ্গে অভিনীত নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0