আন্তর্জাতিক ডেস্ক ঢাকা
জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত বিমানযুদ্ধের পর,জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) নতুন এ প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে,নতুন প্রতিরক্ষা সংস্থা প্রতিরক্ষা পরিকল্পনাগুলো পর্যালোচনা করবে এবং কেন্দ্রীভূত উপায়ে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।
এই প্রতিরক্ষা কাউন্সিলের সভাপতি থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে থাকবেন সরকারের তিনটি শাখার প্রধান, সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহও অন্তর্ভুক্ত থাকবে।
ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল থেকে আসা হুমকি এখনও বিদ্যমান এবং তা অবমূল্যায়ন করা উচিত নয়।
এর জেরেই এবার এই প্রতিরক্ষা কাউন্সিল গঠন হচ্ছে বলে মনে করা হচ্ছে।
কারণ জুনে ইসরায়েলের সঙ্গে বিমান যুদ্ধ ছিল ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের সবচেয়ে গুরুতর সামরিক চ্যালেঞ্জ।
তথ্যসূত্রঃ রয়টার্স
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0