বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশের কারা অধিদপ্তর দেশজুড়ে কারাগার সংস্কারের অংশ হিসেবে দেশের জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগার কেন্দ্রীক সংশোধনের বিষয়টির ওপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' (Correction Services Bangladesh) করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা বিভাগ সংশ্লিষ্ট আইন কানুন যুগোপযোগী করার লক্ষ্যে Correction Service Act-2025 এর খসড়া চূড়ান্ত করতে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
এছাড়া ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দিদের স্থান সংকুলাণের নিমিত্তে নতুন করে ২ টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়াও অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে ২ টি বিভাগ করা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0