জেলা প্রতিনিধি
ময়মনসিংহ: অহন আমি কী করবাম। আমার তো শক্তি কোলাই না। ৮-১০ জনে ধইরাললে কী করণ। আমারে ফালায়া দিয়া হুতাইয়া চুল কাটছে। হেইবালা (তখন) আমি বেহুশ হয়ে গেছিলাম।’— কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হালিম উদ্দিন আকন্দ (৭০)।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, সাধুবেশের এই বৃদ্ধের ৩৭ বছরের পুরনো জটাচুল জোর করে কেটে দিচ্ছে একদল লোক। এই অমানবিক ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয়রা জানান, হালিম উদ্দিন পাগল বা মানসিক ভারসাম্যহীন নন। তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরাণ (রহ.)-এর ভক্ত এবং ৩৭ বছর ধরে মাথায় জট রেখেছেন। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে, কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তাঁর মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেয়।
নির্যাতনের শিকার হালিম উদ্দিন আরও বলেন, এই ঘটনার পর থেকে তিনি মানসিক এবং শারীরিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে, এখন আর তিনি ঘর থেকে বের হতে পারেন না, বাজারেও যেতে পারেন না।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম হালিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “হালিম ভাই তরিকায়ে নক্সাবন্দিয়া ধারার অনুরক্ত। ...তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাই।”
একজন নিরীহ এবং বয়োবৃদ্ধ মানুষের ওপর এমন ধর্মীয় ও ব্যক্তিগত আঘাতের ঘটনায়, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0