স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপের আগে স্পন্সর নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটে। দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইনের কারণে বেঁকে বসেছে ভারতীয় দলের প্রধান স্পন্সর ‘ড্রিম ইলেভেন’।
অনলাইন গেমিং বিলে ভারতের রাষ্ট্রপতি সই করার পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা বিনিয়োগ করে খেলার সব রকম অনলাইন গেম বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের পক্ষে সম্ভবত আর ভারতীয় দলের স্পন্সর থাকা সম্ভব হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) নাকি নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ‘ড্রিম ইলেভেন’ কর্তৃপক্ষ।
ভারতীয় দলের টাইটেল স্পন্সর হিসেবে ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ‘ড্রিম ইলেভেন’। তিন বছরের জন্য ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি রুপি দিয়েছে তারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সংস্থার আয়ের প্রধান উৎসই এখন বন্ধ। তাদের মূলত মুনাফা হতো রিয়েল মানি ফ্যান্টাসি গেমিং থেকে। ফ্যানকোড, ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলো চালু থাকলেও আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।
এই পরিস্থিতিতে তাদের পক্ষে ভারতীয় দলকে স্পন্সর করা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিসিসিআই কর্মকর্তারাও উদ্বিগ্ন। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, ‘বিষয়টা অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিটা নীতি অনুসরণ করে চলবে বিসিসিআই।’
২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ভারতীয় দলের জার্সিতে ‘ড্রিম ইলেভেন’-এর লোগো দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজেও শুভমান গিলদের জার্সিতে ছিল এই সংস্থার লোগো। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে কোনও টাইটেল স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলতে হতে পারে।
বিসিসিআই বা ‘ড্রিম ইলেভেন’ সরকারিভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, নতুন স্পন্সরের খোঁজ করতে শুরু করেছে বোর্ড। একাধিক সংস্থার সঙ্গে যোগযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তারা। এশিয়া কাপের আগে কোনও কোনও সংস্থা এগিয়ে না এলে ভারতীয় দলকে খেলতে হতে পারে টাইটেল স্পন্সর ছাড়াই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0