স্পোর্টস ডেস্ক
ঢাকা: নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাস দুয়েক বাকি। তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতের নারী ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।
বেদা লিখেছেন, ‘বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা। যে শিক্ষা ও মানুষজনকে পেয়েছি এবং যে সব স্মৃতি রয়েছে তার জন্য ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় ভারতের পাশে, দলের পাশে আছি।’
সামাজিক মাধ্যমে নিজের ছবির সঙ্গে আরও কিছু বার্তা দিয়েছেন বেদা। লিখেছেন, “ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবতে পারিনি বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট শুধু একটা জীবন নয়, আরও অনেক কিছু দিয়েছে। আমাকে পরিচিতি দিয়েছে, লড়াই শিখিয়েছে।” নিজের পরিবার, ভারতীয় বোর্ড, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা, সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন বেদা।
ভারতের হয়ে ২০১১ থেকে ২০২০ পর্যন্ত খেলেছেন বেদা। ৪৮টি একদিনের ম্যাচ এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৮২৯ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭৫ রান করেছেন তিনি।
২০১১-এ ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বছরে অভিষেক হয় বেদার। প্রথম ম্যাচেই ৫১ রান করেন তিনি। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৭০ রানে ভারত ফাইনালে ওঠে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত তিনি নিয়মিত সেই দলের সদস্য ছিলেন। ওটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0