বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

তারকা ব্যাটারকে ছাড়াই ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ছেলেদের এশিয়া কাপের জন্য দল ঘোষণার কিছুক্ষণ পরই প্রকাশ্যে এলো ভারতীয় মেয়েদের বিশ্বকাপ স্কোয়াড। যেখানে দলটির তারকা ব্যাটার শেফালি বার্মার জায়গা মেলেনি। অবশ্য গত বছর থেকেই তাকে ওয়ানডে ফরম্যাটের দল থেকে দূরে রাখছিলেন ভারতীয় নির্বাচকরা। তবুও ফর্মে থাকা এই ওপেনারকে স্ট্যান্ডবাই হিসেবে না রাখার সিদ্ধান্তও প্রশ্নের মুখে ফেলেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথম দিনেই স্বাগতিকরা মাঠে নামবে। যেখানে হরমনপ্রীত কৌরের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সে ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে। আসন্ন বিশ্বকাপের জন্য আজ ভারতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন পেসার রেনুকা সিং। নারী আইপিএল খেলার সময় তিনি কুঁচকিতে চোট পেয়েছিলেন। চোট গুরুতর না হলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সিলেন্সে ছিলেন বেশ কিছুদিন। এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি। স্বাভাবিকভাবেই রেনুকাকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। এর বাইরে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি ভারতীয় নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিতদেরই রাখা হয়েছে।

অন্যদিকে, শেফালিকে স্ট্যান্ডবাই হিসেবেও না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে নারী দলের প্রধান নির্বাচক নীতু ডেভিড বলেন, ‘শেফালি আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। নজর আছে ওর পারফরফম্যান্সের দিকে। বিশ্বকাপের দলে না থাকলেও অদূর ভবিষ্যতে আমরা ওর কথা বিবেচনা করতেই পারি। শেফালির দক্ষতা নিয়ে আমাদের কারও সংশয় নেই।’ শেফালি সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন গত বছরের অক্টোবরে। শেফালির অনুপস্থিতিতে বিশ্বকাপে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেনার হিসেবে প্রতীকা রাওয়াল কিংবা ইয়াস্তিকা ভাটিয়া ইনিংস শুরু করতে পারেন।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেনুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা ও ইয়াস্তিকা ভাটিয়া।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0