স্পোর্টস ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতের এই সাবেক ক্রিকেটারকে আবার ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মূল জাতীয় দল নয়, হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে তাকে।
কার্তিকের অধিনায়ক হওয়ার কথা জানিয়েছে হংকং ক্রিকেট বোর্ড। তারা বলেছে, “হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার মান অনেক বাড়াবেন কার্তিক।”
ভারতীয় দলের অধিনায়ক হতে পেরে কার্তিকও গর্বিত। তিনি বলেন, “হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের। এই প্রতিযোগিতার মান যথেষ্ট ভাল। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসেবে আমরা ভাল খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল থেকেও অবসর নিয়েছেন কার্তিক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগেও খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজের দলে রবিচন্দ্রন অশ্বিনকে পাবেন কার্তিক। গতবার প্রথম পর্যায় থেকেই বাদ পড়েছিল ভারত। রবিন উথাপ্পার অধিনায়কত্বে সবগুলো ম্যাচ হেরেছিল তারা। এবার সেই ধাক্কা সামলে সফল হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0