স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ১৭তম সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের জন্য ইংল্যান্ড থেকে এসেছেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করবেন।
গত পরশু ঢাকায় এসেছেন ইমরান। গতকাল বিশ্রাম নিয়ে আজ সকালে জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়েছেন। নিজের সেরা ১০০ মিটার ছাড়াও ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ইমরানের এন্ট্রি দিয়েছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।
ইমরানুর রহমান গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। এরপর আর জাতীয় বা আন্তর্জাতিক কোনো কিছুতে বাংলাদেশের হয়ে খেলেননি। মাঝে তিনি ইনজুরিতেও ছিলেন। ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে ইমরান না আসায় দ্রুততম মানবের খেতাব ইসমাইল পান। এবার সামার প্রতিযোগিতায় ইমরান-ইসমাইল লড়াই দেখার অপেক্ষায় অ্যাথলেটিক্স অঙ্গন।
জাতীয় ফুটবল দল প্রতিদিন বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে। ২২-২৪ আগস্ট দিনব্যাপী সামার অ্যাথলেটিকস থাকায় বাফুফে ঐ দিনগুলো রাতে অনুশীলন রেখেছে। যদিও আজ জাতীয় দল কমিটির সভার পর জাতীয় দলের অনুশীলনের ভবিষ্যত নির্ধারণ হবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0