স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম ইমরানুর রহমান আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। দীর্ঘ সাত-আট মাস চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকার পর জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটে দুর্দান্তভাবে ফিরেছেন তিনি।
প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার আবারও অর্জন করলেন দেশের দ্রুততম মানবের মুকুট।
গত বছরের প্যারিস অলিম্পিকে চোটের কারণে দৌড় শেষ করতে পারেননি ইমরান। এরপর থেকে পুনর্বাসন আর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে আজ সেই প্রস্তুতির ফলই ধরা দিল।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে না পারায় দ্রুততম মানবের খেতাব হারান ইমরানুর। সে সময় নৌবাহিনীর আরেক স্প্রিন্টার মোহাম্মদ ইসমাইল এই খেতাব জিতেছিলেন। তবে এবার প্রতিযোগিতায় ইসমাইলকে পেছনে ফেলে আবারও শীর্ষে ফিরলেন ইমরানুর। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেন।
যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর এর আগেও তিনবার দেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য নজর কাড়ে। ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে স্বর্ণপদক জিতে তিনি তাক লাগিয়ে দেন সবাইকে। একই বছর লন্ডনে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গড়ে তোলেন বাংলাদেশের জাতীয় রেকর্ড।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0