জেলা প্রতিনিধি
বেনাপোল: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, জাতীয় এই দিবসে সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বন্দর চত্বরে খালাস করা পণ্য নিতে আসা খালি ভারতীয় ট্রাকগুলো ফিরে যেতে পারবে।
তিনি আরও জানান, আগামীকাল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে এবং কাস্টমসসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল দিয়ে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি পাসপোর্টযাত্রী যাতায়াত করেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0