মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুইজন আটক

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

পাবনা: পাবনার আতাইকুলা থানার দুর্গম চতরা বিলে গোপন অস্ত্র তৈরির আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রমে বড় ধাক্কা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকায় সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে পুলিশ অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ বিপুল সরঞ্জাম জব্দ করে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষ হলে আটকদের পরিচয় জানানো হবে।

স্থানীয়রা জানান, চতরা বিল এলাকায় দীর্ঘদিন ধরে ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতে অস্ত্র হাতে ঘুরে বেড়াতো, ফলে সাধারণ মানুষ ভয়ে কিছু বলতে পারত না।

পুলিশ আরও জানিয়েছে, অভিযান এখনও চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরির আইনে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0