রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আমি আমার কুকুর আর মেয়ের মধ্যে পার্থক্য করি না— বরুণ ধাওয়ান

“আমার প্রথম সন্তান জোয়ে যখন আমার জীবনে এসেছিল, তখন আমি অনেক বদলে গিয়েছিলাম।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘আমার প্রথম সন্তান হলো আমার পোষ্য কুকুর জোয়ে’— সম্প্রতি এমনই এক অবাক করা মন্তব্য করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে লারার জন্মের আগে, তাঁর পোষ্য কুকুর জোয়েই তাঁকে বাবা হওয়ার জন্য প্রস্তুত করেছে। এমনকি, তিনি তাঁর মেয়ে এবং পোষ্যের মধ্যে কোনো পার্থক্যও করেন না বলে জানান।

টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় একটি টক শো-তে, বন্ধু আলিয়া ভাটের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন বরুণ ধাওয়ান। সেখানেই তিনি পিতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

বরুণ বলেন, “আমার প্রথম সন্তান জোয়ে যখন আমার জীবনে এসেছিল, তখন আমি অনেক বদলে গিয়েছিলাম।”

এই প্রসঙ্গে তিনি আরও একটি মন্তব্য করে বলেন, “আমি কেবল এটা ক্যামেরার সামনে দেখানোর জন্য বলছি না, তবে আমি আমার কুকুর এবং মেয়ের মধ্যে পার্থক্য করি না। জোয়ের সঙ্গে আমার যে বন্ধন রয়েছে, আমি মনে করি না যে অন্য কোনো জীবের সঙ্গে আমার সেই বন্ধন থাকতে পারে।”

উল্লেখ্য, বরুণ ধাওয়ান তাঁর ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেন। বিয়ের চার বছর পর, চলতি বছরের জুন মাসে তাঁদের মেয়ে লারার জন্ম হয়।

নতুন বাবা বরুণ ধাওয়ানের এই অকপট এবং আবেগঘন মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর পোষ্যের প্রতি এই ভালোবাসার প্রশংসা করছেন, আবার কেউ কেউ মেয়ের সঙ্গে কুকুরের তুলনা করায় কিছুটা অবাকও হয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0