এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি রণবীর সিং, ভিকি কৌশল, অনন্যা পান্ডের মতো তারকাদের হেয়ার স্টাইলিস্ট। কিন্তু তাঁর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সুপারস্টার সালমান খানের হাত ধরে। বলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট দর্শন ইয়েওয়ালেকর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়ংকর কিন্তু মজাদার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, একবার চুল কাটতে গিয়ে তিনি সালমান খানের কানই কেটে ফেলেছিলেন!
দর্শন বলেন, সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমার সেটে তিনি প্রথমবার সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পান। সেই সময়েই এই ঘটনাটি ঘটে।
তিনি বলেন, “হ্যাঁ। সামান্য খোঁচা লেগেছিল। তখন ট্রিমারগুলো তেমন উন্নত ছিল না।” এই ঘটনার পর তিনি যে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন, সে কথাও জানান। দর্শনের ভাষায়, “খোঁচা লাগার পরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সালমান খুব স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আর আমি তো ভয়ে দরদর করে ঘামছিলাম! সেই দিনই বুঝেছিলাম, সালমান কতটা ভদ্র ও ধৈর্যশীল।”
দর্শন জানান, সালমানের মতো একজন সুপারস্টার হয়েও, তিনি নতুন হিসেবে দর্শনের ওপর ভরসা রেখেছিলেন এবং নিজের চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি বলেন, “ওই কাজটাই এই ইন্ডাস্ট্রিতে আমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছিল। সালমানের কাছে আমি চিরকৃতজ্ঞ।”
শুধু তাই নয়, সালমান খানের উদারতার কথাও স্মরণ করেন দর্শন। তিনি বলেন, “নিউ ইয়র্কে আমরা আউটডোর শুটিং করছিলাম। আমাকে একটা ‘হার্লে-ডেভিডসন’-এর জুতো উপহার দিয়েছিলেন তিনি। চারপাশের প্রতিটি মানুষের জন্য সালমান ভাবেন, প্রত্যেকের যত্ন করেন।”
সব মিলিয়ে, দর্শনের এই সাক্ষাৎকারটি সালমান খানের এক অন্য, ধৈর্যশীল এবং মানবিক রূপকেই ভক্তদের সামনে তুলে ধরেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0