মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

টেলিটকে যেভাবে জানা যাবে এসএসসির ফল

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ তথ্য জানিয়েছে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ হতে যাচ্ছে।

প্রতিবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

ফলপ্রার্থী শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডসগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস’র মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা তাদের যেকোনো মোবাইলে এসএমএস’র মাধ্যমে ফলাফল পাবেন। সেক্ষত্রে SSC

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্যেও আবেদন করা যাবে, আবেদন করার নিয়ম: RSC

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0