স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা দেখতে চান? তাহলে এখনই প্রস্তুতি নিতে শুরু করুন। আগামী ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহর সিডনি, গোল্ডকোস্ট ও পার্থে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ ফুটবলের মূলপর্ব। এ টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হচ্ছে চলতি জুলাই মাসেই।
নারী এশিয়ান কাপের জন্য দর্শকদের ম্যাচ টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই থেকে। এ দফায় মাল্টিম্যাচ প্যাকেজ টিকিটের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ভিসা কার্ডধারীরা। সাধারণ দর্শকদের জন্য একক ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ জুলাই থেকে।
প্রথম ধাপে মাল্টিম্যাচ টিকিট কিনতে পারবেন ভিসা কার্ড ব্যবহারকারীরা। ২৫ জুলাইয়ের পর সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হবে টিকিট বিক্রি। মাল্টিম্যাচ প্যাকেজে একাধিক ম্যাচ দেখার সুবিধা থাকবে। এর মূল্য ও বিস্তারিত তথ্য আয়োজকরা শিগগিরই প্রকাশ করবে।
বাংলাদেশ নারী ফুটবল দল বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে। এরপর ফিলিপাইন ও ভিয়েতনামও যোগ দেয় চূড়ান্ত পর্বে।
১২ দলের মূলপর্বে অংশ নেবে, তার মধ্যে চূড়ান্ত হয়েছে ১১ দল। তারা হলো- অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
আগামী ২৯ জুলাই সিডনির আইকনিক টাউন হলে চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া এরই মধ্যে শুরু করেছে বিশাল প্রস্তুতি। ৮ মাস আগেই টিকিট বিক্রি শুরু করে তারা নিশ্চিত করতে চায় ভক্তরা যেন মাঠে বসে তাদের প্রিয় দলকে সমর্থন দেয়ার সুযোগ পান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0