জেলা প্রতিনিধি,
টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে কাকলি আক্তার (৩২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাকলি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে মেহেদী হাসানের স্ত্রী। তারা সখিপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় সন্তানসহ বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকলি ও মেহেদীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে তাদের ১৩ ও ৯ বছর বয়সী সন্তানের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মেহেদী উত্তেজিত হয়ে স্ত্রী কাকলির পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করে ওঠে সন্তানরা। স্থানীয়রা দ্রুত কাকলিকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল ভূঁইয়া বলেন, নারীকে হাসপাতালে আনা হয়েছিল, তবে আগেই তার মৃত্যু হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, \ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে।\
এই ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0