বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী আবাসিক এলাকায় একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ৪০ মিনিটে তাঁরা রূপনগরের ‘সরদার গার্মেন্টস’ এবং ‘কসমিক ফার্মা’ নামের দুটি প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরপরই, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়াও, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কেমিক্যাল গোডাউনে আগুন লাগায়, তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0