রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, বান্দরবানের সীমান্তে আতঙ্ক

ভোর থেকে ক্ষুদ্র অস্ত্রের টানা ফায়ারের শব্দ শোনা যায়, যা সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বান্দরবান: বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে মিয়ানমারে আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে। এতে সীমান্ত ঘেঁষা এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৫৫ ও ৫৬-এর মধ্যবর্তী শূন্য লাইনের লংপংপাড়া-বুচিডং পাড়া এলাকায় গোলাগুলি শুরু হয়। ভোর থেকে ক্ষুদ্র অস্ত্রের টানা ফায়ারের শব্দ শোনা যায়, যা সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ইয়াংরিং পাড়ার বাসিন্দারা জানান, “সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। গোলাগুলির শব্দে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি এপারে এসে পড়তে পারে। আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। সবাই মাঠের কাজকর্মে না গিয়ে ঘরে অবস্থান করছি।”

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ ও ৫৬ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে মিয়ানমারের ভেতরে লংপংপাড়া এলাকায় এবং বুচিডং বিওপির সীমান্ত অংশে আরাকান আর্মি ও আরসার মধ্যে গোলাগুলি চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে হঠাৎ কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0