বুধবার, ৬ আগস্ট ২০২৫

চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদি খুন

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাওসার বাবনা (২৮) ও আনসার বাবনা (২২) নামে দুজনকে আটক করা হয়েছে। নিহত আলেয়া মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,  

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদি আলেয়া বেগমকে (৮০) হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাওসার বাবনা (২৮) ও আনসার বাবনা (২২) নামে দুজনকে আটক করা হয়েছে। নিহত আলেয়া মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

নিহতের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার বলেন, কাওসার বাবনা প্রায়ই আমার মেয়েদের যৌন হয়রানি করতেন। বুধবার টিউবওয়েলে পানি আনতে গেলে কাওসার তাকে জড়িয়ে ধরে। মেয়ে কাঁদতে কাঁদতে বিষয়টি তার মাকে জানায়। এসময় আলেয়া বেগম নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে কাওসার ও আনসার বাবনা শিল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে মা মারা যান।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, ঘটনায় জড়িত কাওসার বাবনা ও আনসার বাবনাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0