জেলা প্রতিনিধি
বাগেরহাট: পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নুর জামানের ছেলে নুর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নুর কাদের মোল্লা দুপুরে পুকুরে গোসল করতে নামে। সেখান থেকে যখন সে উঠতে পারছিল না, তখন দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবর স্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0