স্পোর্টস ডেস্ক
ঢাকা: জুলাই ২০২৫-এর ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন ঘোষণা করেছে আইসিসি।
মনোনয়ন পেয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের তিন অসাধারণ পারফর্মার—শুভমান গিল, উইয়ান মুলডার ও বেন স্টোকস।
এই তিনজনই লাল বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন সদ্য শেষ হওয়া সিরিজে।
শুভমান গিল (ভারত)
জুলাই মাসটা ছিল ভারতের অধিনায়ক শুভমান গিলের ক্যারিয়ারের অন্যতম স্বর্ণালী অধ্যায়। ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টে করেছেন ৫৬৭ রান, গড় ৯৪.৫০। এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে রেকর্ড গড়া জয়ে নেতৃত্ব দেন। এই ম্যাচেই তার মোট ৪৩০ রানের ইনিংস যুগলের রেকর্ড ইংল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে গ্রাহাম গুচের ৪৫৬)। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলে ভারতকে ড্র এনে দেন, যা সিরিজে ২-২ সমতা আনার পথ তৈরি করে।
অধিনায়ক হিসেবে এটি ছিল গিলের অভিষেক সিরিজ। ব্যাট হাতে যেমন, নেতৃত্বেও দিয়েছেন অসাধারণ নৈপুণ্য।
উইয়ান মুলডার (দ. আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক উইয়ান মুলডার জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। দুই ম্যাচে করেছেন ৫৩১ রান, গড় ২৬৫.৫০। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান। দ্বিতীয় টেস্টে বুলাওয়েতে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে করেছেন অপরাজিত ৩৬৭ রান—দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
বল হাতে নিয়েছেন ৭ উইকেট, গড় ১৫.২৮; প্রথম টেস্টে পেয়েছেন চার উইকেট। সিরিজসেরা পারফরম্যান্সে মুলডার ছিলেন নিঃসন্দেহে দলের সবচেয়ে বড় তারকা।
বেন স্টোকস (ইংল্যান্ড)
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ইংল্যান্ড-ভারত সিরিজে আবারও প্রমাণ করেছেন তিনি কেন বড় মঞ্চের নায়ক। তিন টেস্টে করেছেন ২৫১ রান, গড় ৫০.২০। বল হাতে নিয়েছেন ১২ উইকেট, গড় ২৬.৩৩।
স্টোকস লর্ডস টেস্ট ও ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে টানা দুটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছেন ১৪১ রানের দুর্দান্ত ইনিংস, যার মাধ্যমে ইংল্যান্ড তোলে ৬৬৯ রানের পাহাড়। বোলিংয়েও ছিলেন কার্যকরী—দীর্ঘ স্পেলে গুরুত্বপূর্ণ জুটিভাঙা ও ম্যাচের গতি পাল্টে দেওয়ার দক্ষতা দেখিয়েছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0