বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ঢাকার সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং তিন সন্তান
দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১১ জুলাই) ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান— রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, তারা ওই বাসায় নতুন উঠেছিলেন। রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ রিপন পেশায় ভ্যানচালক।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0