বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হালিম শেখ (৫০) মারা গেছেন। গতকাল রবিবার(৬জুলাই) মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২ জুলাই রাতে ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারীসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হালিম শেখ আজ মধ্যরাতে মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ৩ জুলাই তার ছেলে হানিফ শেখ (৯০ শতাংশ দগ্ধ) চিকিৎসাধীর অবস্থায় মারা যায়। বাকি দুইজনের দগ্ধের পরিমাণ কম। তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারীসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন- হালিম শেখ (৫০) তার স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0