বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গামিনির চুক্তি বাড়ল আরও এক বছর

বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ বাড়ল আরও এক বছর। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবিতে প্রধান কিউরেটর থাকছেন তিনি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাঁর।

মেয়াদপূর্তির পর স্পেনপ্রবাসী ছেলের সঙ্গে অবসর জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

যদিও তিনি পরিচিতি পেয়েছিলেন আম্পায়ার হিসেবে। ২০০৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। সেখান থেকে হয়ে গেছেন কিউরেটর।

বিসিবিতে প্রায় ১৬ বছর ধরে চাকরি করছেন এই শ্রীলঙ্কান। হাজার হাজার ডলার বেতন দিয়ে দেড় দেশকের বেশি সময় গামিনিকে প্রধান কিউরেটর হিসেবে রেখে বিসিবি তথা দেশের ক্রিকেটের লাভ-ক্ষতির দিকটি খতিয়ে দেখা হয়নি। তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নিয়ে পড়ে আছেন প্রথম থেকে।

অভিযোগ আছে, দেড় যুগে তাঁর হাত দিয়ে একজন কিউরেটরও তৈরি হয়নি। দেশের কোথাও ভালো মানের উইকেটও বানাতে পারেননি তিনি। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনির হাতে তৈরি উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।

চুক্তি নবায়ন হওয়ায় ক্রিকেট ভক্তদের আরেকবার প্রশ্ন উঠছে, তাহলে কেন গামিনিকে শুধু মিরপুরের কিউরেটর বানিয়ে রেখেছে বিসিবি? দেশে আন্তর্জাতিক মানের কিউরেটর গড়ে তুলতে কেন তাঁকে কাজে লাগায়নি বিসিবি?

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0