মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

চাকরিতে ফিরে কাজ খুঁজছেন গামিনি

বরিশাল, রাজশাহী, বগুড়া– যে কোনো একটিতে কাজের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গামিনি ডি সিলভা ছুটিতে শ্রীলঙ্কা যাওয়ার দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দায়িত্ব বুঝে পেয়েছেন বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান টনি হেমিং। মিরপুরে আর গামিনির কাজের সুযোগ নেই। লঙ্কান এ কিউরেটরকে যেতে হবে ঢাকার বাইরের কোনো ভেন্যুতে।

বরিশাল, রাজশাহী, বগুড়া– যে কোনো একটিতে কাজের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। ঢাকার বাইরে কাজ করতে আপত্তি থাকার কথা নয় তাঁর। আগেও কমবেশি বিভাগীয় ভেন্যুতে কাজ করার অভিজ্ঞতা আছে। বাস্তবতা মেনে গামিনি অপেক্ষা করছেন বিসিবির নির্দেশনার অপেক্ষায়।

কর্তাদের সিদ্ধান্তের জন্য দুই দিন ধরে বিসিবিতে অপেক্ষা করছেন তিনি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম বিসিবিতে না গেলে গামিনিকে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়। বিভাগীয় শহরে পোস্টিং হলে গামিনির জন্য আবাসনের ব্যবস্থা করার বিষয় আছে। এসব বিষয়ের সমাধান কবে হবে, জানা নেই গ্রাউন্ডস কমিটির।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0