মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভুয়া এনএসআই সেজে চাঁদা দাবি, টাকা নিতে এসে আটক এক প্রতারক

টাকা নিতে এলে প্রতারক নাজমুলকে সেনাবাহিনী ও এনএসআই সদস্যদের সহায়তায় সেখানেই আটক করা হয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

নাটোর: নাটোরের গুরুদাসপুরে নিজেকে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয় দিয়ে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার সময় এক প্রতারককে আটক করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতে স্থানীয় এনএসআই সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় তাকে গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে থেকে হাতেনাতে আটক করে। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি উপজেলার খামার নাচকৈড় গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, নাজমুল নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘খাবার অনুপযোগী চাল কেনা’র অভিযোগ তোলে। এমনকি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ভুয়া চিঠি দেখিয়ে তদন্তের ভয়ও দেখান।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন জেলা এনএসআই অফিসে যোগাযোগ করেন। এরপর একটি ফাঁদ পেতে রোববার রাতে জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা হাতে নিয়ে মডেল মসজিদের সামনে যান। টাকা নিতে এলে প্রতারক নাজমুলকে সেনাবাহিনী ও এনএসআই সদস্যদের সহায়তায় সেখানেই আটক করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, প্রতারক নাজমুল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি মামলা হিসেবে রেকর্ড করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0