জেলা প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদ নির্মাণ, অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ও অসহায়দের জন্য ঘর করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (এসসিআই)’ নামের একটি সংস্থা এবং এর উপজেলা সমন্বয়ক পরিচয়দানকারী মো. মাসুদ মিয়ার বিরুদ্ধে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে অন্তত ১০ লাখ টাকা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাওলানা শহিদুল্লাহ পীরের ছেলে মাসুদ মিয়া গত বছরের শুরুতে চন্ডীপাশা ইউনিয়নের ডাংরী ও মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা গ্রামের কমপক্ষে ৪৬ জন অসহায় পরিবার এবং পাঁচটি মসজিদ কমিটির কাছে ঘর ও মসজিদ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ দেড় বছর পার হলেও কোনো নির্মাণকাজ না হওয়ায় ভুক্তভোগীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে প্রতারিত গ্রামবাসীরা অভিযোগ করেন, মাসুদ মিয়া ও তার সহযোগীরা নিবন্ধন বাবদ গৃহপ্রতি ১০ হাজার টাকা এবং মসজিদপ্রতি ২০ হাজার টাকা নেন। এসব টাকা স্থানীয় দুজনের কাছে জমা রেখে পরবর্তীতে মাসুদ নিয়ে যান। পরে তিনি ও তার দল গা-ঢাকা দেন।
ডাংরী গ্রামের আনোয়রা খাতুন বলেন, “একটি ঘর পাওয়ার আশায় ধারদেনা করে ২৪ হাজার টাকা দিয়েছি। এখন সেই টাকার সুদ দিতে গিয়ে বিপাকে পড়েছি।”
আমলীতলা মসজিদের সদস্য ফরিদ উদ্দিন বলেন, “আমাদের মসজিদকে বিল্ডিং করে দেওয়ার প্রতিশ্রুতিতে ২০ হাজার টাকা দিয়েছি। কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না।”
খোঁজ নিয়ে জানা যায়, সংস্থাটির ভুয়া নিবন্ধনপত্রে ঢাকার উত্তরা ও সেক্টর-৩ এর দুটি ভিন্ন ঠিকানা দেওয়া আছে। দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এদিকে মাসুদের একাধিক মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার জানান, “এটি ভয়াবহ প্রতারণা। ভুক্তভোগীদের সহযোগিতা করে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0