স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু ফর্মহীনতা, পর্যাপ্ত সুযোগ না পাওয়া বা মাঠের বাইরের কাণ্ডে তারা তাদের ক্যারিয়ারকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আবুধাবি টিটেন লিগের দল বাংলা টাইগার্সেরফেসবুক পেজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন কয়েকজন সতীর্থের নাম জানতে চাওয়া হলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চারজনের নাম বলেছেন।
তারা হলেন নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও মিঠুন। সাকিব আরও বলেন, ‘এ রকম আসলে অনেক... এটা নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন। আরও অনেক খেলোয়াড়ই আছে, যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
জাতীয় দলে সবার সমান সুযোগ না পাওয়ার বিষয়েও কথা বলেছেন সাকিব। তার মতে, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায়, আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে এক রকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব নয়।’
এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার বিষয়টি জড়িত বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে সে কীভাবে মেলে ধরবে।’ উল্লেখ্য, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি। তবে দলের খারাপ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দলে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0