বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আমতলীতে এনসিপি চার কর্মীর ছাত্রদলে যোগদান

যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, তা এই এনসিপির দ্বারা সম্ভব নয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বরগুনা: বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সক্রিয় ছাত্র প্রতিনিধি থেকে চার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা সংগঠনটিতে যোগদান করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্যসচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদানকারীরা সংগঠনে যুক্ত হন।

নতুনভাবে ছাত্রদলে যোগদানকারীরা হলেন— মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, তা এই এনসিপির দ্বারা সম্ভব নয়। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।

অনুষ্ঠানে আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0